এসো বন্ধু “রক্ত দান” করি

এসো বন্ধু “রক্ত দান” করি

     

     

     

    বাবলু হাসান লস্কর, নতুন গতি :

    “সময় তুমি হার মেনেছ রক্ত দানের কাছে পাঁচটি মিনিট করলে ব্যয় একটি জীবন বাঁচে”

     

    মারণ রোগ থ্যালাসেমিয়া, আর এই রোগে আক্রান্ত হলে বাহির থেকে রক্ত দেহে পুশ করতে হয় । থ্যালাসেমিয়া রোগীদের বাঁচিয়ে রাখার জন্য মাসে মাসে দিতে হয় রক্ত, আর এই রক্ত জোগাড় করতে বিভিন্ন স্বেচ্ছাসেবীরা রক্ত দান উৎসবের আয়োজন করে থাকেন । বিশেষ করে গ্রীষ্মকালে রক্তের চাহিদা সর্বাধিক। এখন এই রক্তদান কে ঘিরে উৎসবে পরিণত হয়েছে । নানা জাতি, নানা মত, নানা পরিধান,বিবিধের মাঝে দেখ মিলন মহান, ধর্মীয় বাঁধা কে তোয়াক্কা করে রক্ত দানের মাধ্যমে ভালবাসার বন্ধন সৃষ্টি করতে দেখা গেল। দীর্ঘদিন ধরে চলছে রক্তের সংকট আর এই মুহূর্তে বিভিন্ন ক্লাব, সংগঠন গুলি নেমে পড়েছে মাঠে ময়দানে । তারা নিজেদের উপার্জনের অর্থে প্রচার ও প্রসারের মাধ্যমে সাধারণ মানুষদের রক্ত দানের আগ্রহ দেখাচ্ছেন । সহযোগিতায় ডাক্তার, নার্স থেকে এলাকার সমাজকর্মীরা ঝাঁপিয়ে পড়লে আগামী দিন গুলিতে আমরা রক্তের সঙ্কট কাটিয়ে উঠতে পারব এই আশায় প্রহর গুনছেন ।

     

    “আমার এই বৃক্ষ খানি উঠুক ভরে তোমারই স্বেচ্ছা রক্ত দানের ভারে, তোমার এই রক্ত দানে বহু প্রাণ সার্থক হোক মুমূর্ষকে তোমার মহৎ দান”