|
---|
জলপাইগুড়ি: লাগাতার টানা ৬ দিনের বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ি শহরের জনজীবন।একাধিক জায়গায় জল জমার খবর পাওয়া গিয়েছে। এছাড়া ঝোড়ো হাওয়ার কারণে বিভিন্ন এলাকায় গাছ ভেঙে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। রীতিমতো অস্বস্তিতে জলপাইগুড়ির জনজীবন।
মালবাজার, বানারহাট, চালসা সহ একাধিক এলাকায় গাছ ভাঙার খবর পাওয়া গিয়েছে।জলপাইগুড়ি পান্ডা পাড়া সহ একাধিক জায়গায় জল জমে আছে। সাধারণ মানুষের পথ চলাচল করতে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে এই বৃষ্টিপাত এখনই কমার নয়। আরো কয়েকদিন এই বৃষ্টিপাত চলবে, অকাল বৃষ্টিপাতের কারণে পাট চাষি , আলু চাষিদের চাষাবাদ করতে সমস্যায় পড়তে হচ্ছে।