লিমরা ফাউন্ডেশনের ঈদ মিলন উৎসব মালদা সুজাপুরে।

নিজস্ব সংবাদদাতা : মালদা সুজাপুর ঈদগাহ ময়দান সংলগ্ন নৌমজা সুবহানিয়া হাই মাদ্রাসার গ্রাউন্ডে লিমরা ফাউন্ডেশনের আয়োজনে নানাবিধ কর্মসূচীর মাধ্যমে অনুষ্ঠানটি গুরুগম্ভীর হয়ে ওঠে। যেমন সালাম বাংলা পত্রিকা প্রকাশ, সালাম বাংলা সাহিত্য পুরষ্কার প্রদান, গুণীজন সংবর্ধনা, কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা, কৃতি ডাক্তার সংবর্ধনা এবং সাহিত্য আসরে কবিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ সূচনা হয় আলতাফিয়া দারুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব মাওলানা জামরুল ইসলাম সাহেবের কুরআন তেলাওয়াতের মাধ্যমে।প্রারম্ভিক বক্তব্য রাখেন সংস্থার সম্পাদক ডাক্তার নাসিমুল হক নাসিম।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিমরা ফাউন্ডেশনের সভাপতি মুফতি মোহঃ সালেহ, সম্পাদক নাসিমুল হক নাসিম, ওল্ড মালদার বিডিও ইরফান হাবিব, বিশিষ্ট সাহিত্যিক ও অধ্যাপক আবু রায়হান, সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক ও কাটিয়াহাট আল হেরা মিশনের ডাইরেক্টর আবু সিদ্দিক খান, নৌমজা সুবহানিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মোহঃ আদিল হোসেন, সুজাপুর আবাসিক মিশনের সম্পাদক আশরাফ আলী খান, আলতাফিয়া মাদ্রাসার সম্পাদক আবদুস শুকুর, সমাজকর্মী আবু বকর সরদার, আরিফ আলি, শিক্ষক মোশাররফ হোসেন প্রমুখ। এদিন মাদ্রাসা, পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের পরীক্ষা হাই মাদ্রাসার প্রথম শরিফা খাতুন, ৩য় স্থান অধিকারী আজিজিয়া খাতুন, ফাজিলে প্রথম মোঃ আলকামাকে সংবর্ধিত করা হয়। এছাড়া সাংবাদিক, সাহিত্যিক ড. আবু রায়হান সাহেবকে সালাম বাংলা সাহিত্য পুরষ্কার, সিরাত সম্পাদক আবু সিদ্দিক খান এবং শরিফুল ইসলাম সাহেবকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। ইসলামি সঙ্গীত পরিবেশন করেন শিক্ষক আনিকুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক ওয়াহিদুজ্জামান।