|
---|
নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর: রবিবার সিপিআইএম খড়্গপুর শহর দক্ষিন এরিয়া কমিটির উদ্যোগে আরামবাটি –তালবাগিচা (ট্যাংরা হাট) এবং রবীন্দ্রপল্লী –আয়মা রেললাইন আন্ডারপাশের দাবিতে ট্যাংরা হাট গেটে গণস্বাক্ষর সংগ্রহ ও প্রচার অভিযান চলছে। এই দাবীপত্র আগামী ২৫ শে এপ্রিল সমাবেশের মধ্য দিয়ে ডি আর এম- এর কাছে পেশ করা হবে। এছাড়াও আই আই টি প্রেমবাজার গেট,চন্ডী মন্দির গেট খোলার দাবীতে, দূর্গা মন্দির গেট ও গ্যাস গো -ডাউন গেট ভোর ৫টা থেকে রাত্রি ১১টা পর্যন্ত খোলার দাবীতে প্রেমবাজার,চন্ডী মন্দির ও ক্ষুদিরাম পল্লী এলাকায় গণস্বাক্ষর সংগ্রহ চলছে। সম্বলিত দাবীপত্র আই আই টি সহ সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের কাছে পেশ করা হবে। উল্লেখ্য, দীর্ঘ সময় জুড়ে এই সমস্যা গুলো নিয়ে সাধারণ মানুষ ভুক্তভোগী। নেতৃত্ব জানান, দাবি আদায় না হওয়া অবধি এই আন্দোলন তীব্রতর হবে। উপস্থিত ছিলেন পার্টির জেলা কমিটির সদস্য স্মৃতিকণা দেবনাথ, অমিতাভ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।