|
---|
নিজস্ব প্রতিবেদক, : গতকাল, রবিবার মুর্শিদাবাদ জেলার বহরমপুরে সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান করল মুর্শিদাবাদের সাগরদীঘির একটি পত্রিকা। মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘে, বিজন ভট্টাচার্য সভাকক্ষে এই অনুষ্ঠানটি হয়। বেশ কিছু জেলা থেকে আমন্ত্রিত কবি-সাহিত্যিক-শিল্পী-সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক নিশীথ সিংহ রায়, চিকিৎসক কাজী আব্দুল মহিত, ইমদাদুল হক, কবি সৈয়দ হুমায়ুন রাণা, সাধন কুমার রক্ষিত, লেখক চন্দ্রপ্রকাশ সরকার, মতিউর রহমান, শিক্ষক মুজিবর রহমান, গল্পকার রাজকুমার শেখ, চিকিৎসক তাপসী ভট্টাচার্য, গীটারিস্ট সৌমেন্দু লাহিড়ী, ডক্টর সূর্যেন্দু দে, সাংবাদিক হামিম হোসেন মণ্ডল, কবি ডা. আসাদ আলী, গ্রন্থাগারিক আব্দুল গাফ্ফার, গল্পকার মুহাম্মদ জিকরাউল হক, কবি এম এ ওহাব, ইমতিয়াজ কবির, মহঃ রহিম সেখ, আবদুস সালাম, নুরুল হাসান, জয়কুমার ধারা, মনিরুজ্জামান, আব্দুল হাদি, আব্দুস সালাম, ইলবাস আলি, শিক্ষক মোহম্মদ মফিজুল ইসলাম, এ কে এম গোলাম মর্ত্তোজা, নিমাই দত্ত, আঃ লতিফ, দেবিকা বন্দোপাধ্যায়, তুষার কান্তি খাঁ প্রমুখ।
বিশিষ্টদের মধ্যে বেশকিছু গুণীজনকে ‘সমাজ বার্তা’ সম্মাননা জানানো হয়। সংবর্ধিত করা হল ‘নতুন গতি’র সাংবাদিক হামিম হোসেন মণ্ডলও। অনুষ্ঠানটি পরিচালনা করেন পত্রিকার সম্পাদক মহঃ মুস্তফা শেখ।