লোবা কয়লা খনি শিল্পের জন্য জমি রেকর্ড ভুক্তি করার কাজ শুরু বীরভূমে

নিশির কুমার হাজরা,বীরভূমঃ সম্প্রতি লোবা এলাকার খোলা মুখ কয়লা খনি নিয়ে বীরভূম জেলা প্রশাসন ভবনে একটি বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে সমস্ত জমির এখনো রেকর্ডভুক্ত হয়নি। সেই সমস্ত জমি রেকর্ড করার জন্য জরুরী সিদ্ধান্ত নেওয়া হয়।

    সেইমতো আজ জেলা ভূমি ও ভূমি রাজস্ব বিভাগের আধিকারিক, দুবরাজপুর ব্লক আধিকারিক গন আজ জ্যপলাই এবং পলাশডাঙ্গা মৌজার জমির রেকর্ড সংস্কারের কাজ হয়।

    উপস্থিত ছিলেন জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর এর অতিরিক্ত জেলা শাসক। সদর মহকুমা শাসক রাজীব মন্ডল সহ লাভা কৃষিজমি রক্ষা কমিটির সদস্যরা।

    এ বিষয়ে কৃষিজমি রক্ষা কমিটির পক্ষে জয়দীপ মজুমদার সরকারি কাজের প্রশংসা করেন বলে জানা গেছে।