|
---|
নতুন গতি, রাজারহাট: আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বিধাননগর কমিশনারেটের রাজারহাট থানা কমিটির উদ্যোগে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও ইমামদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয় রাজারহাট থানায়।
আলোচ্য সভায় উপস্থিত থেকে রাজারহাট নিউটাউনের বিধায়ক শ্রী তাপস চট্টোপাধ্যায় বলেন , আমাদের এই অঞ্চলে কখনোই বিভেদকামী শক্তি মাথা তুলে দাড়াতে পারেনি সেই জায়গায় দাঁড়িয়ে সারাবছর যেমন আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করি ঠিক তেমনি পবিত্র ঈদের দিনেও সবাই সরকারি বিধিনিষেধ মেনে সমস্ত কিছু পালন করব।
জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সমাজসেবী জনাব এ কে এম ফারহাদ সাহেব বলেন , আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় “ধর্ম যার যার উৎসব সবার” সেই বার্তাকে সামনে রেখে আমরা হিন্দু মুসলিম যেভাবে বিগত দিনে সামাজিক উৎসব পালন করেছি ঠিক সেইরকম শান্তিপূর্ণভাবে আসন্ন ঈদুল ফিতর সবাই সরকারি বিধি নিষেধ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে পালন করব। উপস্থিত ইমাম পরিষদ সদস্যদের ফারহাদ সাহেব অবগতি করেন, বিগত দিনে যেভাবে আপনারা মসজিদ কমিটি গুলির উদ্যোগ নিয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন করেছেন ঠিক সেরকমই করোনা বিধি কে মান্যতা দিয়ে মাক্স, স্যানিটাইজারের ব্যবস্থা করবেন এবং সাধারণ মানুষকে করোনা সচেতনতার বার্তা দেওয়ার পরামর্শ দেন।
আলোচ্য সভায় অন্যান্য বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন এসিসি পরেশ রায়, রাজারহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক জনাব জামাল উদ্দিন মন্ডল, স্থানীয় বিডিও, মতিয়ার রহমান সাপুঁই, আফতাব উদ্দিন, মাওঃ বাকিবিল্লা, মাওঃ জবেদ আলি, মাওঃ আবুল কালাম,হাজী সাহাজান সহ অন্যান্য বিশিষ্টজনেরা।