একাধিকবার লোকালয়ে বাঘের দেখা মেলায় আতঙ্কিত এলাকাবাসী

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : এই মুহুর্তে প্রাকৃতিক বিপর্যয় জাওয়াদ এই আতঙ্কিত মানুষ জন তার উপর বিশালাকারের রয়েল বেঙ্গল টাইগারের দেখা পেল নিত্য দিনের মাছ, কাঁকড়া ধরতে যাওয়া মৎস্য জীবিরা। মেঘাচ্ছন্ন আকাশে এই মুহুর্তে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে গৃহস্থ বাড়ির পাশ দিয়ে চলে গেছে বিশালাকারের রয়েল বেঙ্গল টাইগার। মৈপিঠ কোস্টাল থানার অধিন গুড়গুড়িয়ার ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের দেবীপুর মৌজার পূর্ব দেবীপুর গ্রামের যামিনী বাবুর ঘেরী। সুন্দরবনের আজমলমারি ২ কম্পার্টমেন্ট দিবাকরের খাল পেরিয়ে বেশ কয়েক হেক্টর ধান জমি মাড়িয়ে লোকালয় পার হয়ে খঞ্জনি খাল দিয়ে আজমল মারি ২ কম্পার্টমেন্টে ফিরে যায়। সুন্দরবনে চলে যাওয়ার সময় মাছ কাঁকড়া ধরতে যাওয়া মৎস্যজীবদের সামনে পড়ে আর তাতেই তারা চিৎকার চেচামেচি শুরু করে। ধান জমির উপর দিয়ে নদীর রাস্তা পার হয় নদী সাঁতরে সুন্দরবনের আজমল মারি ২ কমেন্টস চলে যায়। গতকাল গভীর রাতে, পাশে জঙ্গল থেকে বিশাল আকারের রয়েল বেঙ্গল টাইগার আসে এবং এলাকা বাসি এই মুহূর্তে ভীতসন্ত্রস্ত।

    মইপিট কোস্টাল থানার পুলিশ ও বনদপ্তর এর কর্মীরা সেখানে গিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন। লোকালয় থেকে বাঘ চলে গেছে, রাতে এসেছিল এবং পাশে আজমলমারি ২ কম্পার্টমেন্ট চলে যায়। দিবাকরের খাল দিয়ে আসার পর খঞ্জনি খাল দিয়ে সুন্দরবনে চলে যায় এমনি জানালেন নলগোঁড়া বিট অফিসের বড়ো বাবু ।