চাঁচল হাসপাতালে লকডাউন আবহে রক্ত জোগানে এগিয়ে এলেন বিএসএফ জওয়ান

উজির আলী,নতুনগতি, চাঁচল:০২ এপ্রিল

    মুমুর্ষু রোগীর রক্ত জোগানে এগিয়ে এলেন বিএসএফ জওয়ান। বৃহস্পতিবার মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে এমনই মানববিকতার চিত্র ফুটে উঠেছে। হাসপাতাল সূত্রে জানা যায়, রক্তদাতা জওয়ান রনি জামান চাঁচলের থাহাঘাটি গ্রামের বাসিন্দা।
    মালদা বিএসএফ ক‍্যাম্পে বর্তমানে তিনি কর্তব‍্যরত। তবে তিনি এই মুহুর্তে লকডাউন আবহে ছুটিতে বাড়িতেই পরিবারের সঙ্গে অতিবাহিত করছেন।
    জওয়ান জাওয়ান, বৃহস্পতিবার সকালে যুব শক্তি স্বেচ্ছাসেবী সংস্থার বাবু সরকার এবি পজিটিভ রক্তের আবেদন করেন ওই জওয়ানের কাছে। পরে হাসপাতালের ব্লাড ব‍্যাঙ্কে এক ইউনিট রক্ত স্বেচ্ছায় দান করেন জওয়ান।
    উল্লেখ্য, চাঁচল ১ নং ব্লকের মকদমপুর জিপির জাহিরুদ্দিন সেখ (৫২) মঙ্গলবার শারীরিক অসুস্থতায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিল হাসপাতালে সূত্রে জানা গেছে।
    তবে তিনদিন ভর্তি থাকার পর দেহে রক্তের পরিমান কম থাকায় কর্তব‍্যরত চিকিৎসকরা রক্তে জোগান করতে বলেন পরিজনকে। যুব শক্তির স্বেচ্ছাসেবীর দারস্হ হন পরিবার। পরে খবর পেয়ে রক্ত জোগানে এগিয়ে আসেন ওই জওয়ান।

    রক্ত দিয়ে বিএসএফ জওয়ান বলেন, লকডাউনে গৃহবন্দী রয়েছে জনসাধারণ তাই ডোনার খুঁজে পাওয়া এই মুহুর্তে একটা সঙ্কট জনক ব‍্যাপার তাই এগিয়ে আসলাম। এছাড়াও তিনি জানান, একবছর পূর্বে রাজস্থানে কর্তব্যরত ছিলেন তিনি। সেই মুহূর্তে মায়ের অসুস্থতায় রক্তের কম দেখা দিয়েছিল দেহে। রাজস্থান থেকে ফোন করে তিনি যূব শক্তিকে ফোন করে জানিয়েছিলেন মায়ের রক্তদানে। তারাই জোগান দিয়েছিলেন রক্তের। তাই যুব শক্তির এদিনের অনুরোধ অমান‍্য করেননি তিনি।
    এদিন মুমুর্ষু রোগীর রক্ত জোগানে নজর মানবিক চিত্র ফুটে উঠেছে মালদহের চাঁচলে।