|
---|
নুরউদ্দিন : মথুরাপুর : মথুরাপুর ১ নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ১৫ টি আসন, তারমধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে ৬টি আসন পায় তৃণমূল কংগ্রেস, এবং ৯টি আসন পায় বিরোধী, সেই ৯টি আসনের মধ্যে পাঁচটি বিজেপি, দুটি নির্দল, দুটি সিপিআইএম নিয়ে বিরোধীরা পঞ্চায়েত নির্বাচনের পরে জয়লাভ করে,বোট গঠন করে বিজেপি,গত পঞ্চায়েত নির্বাচন থেকে খবরের শিরোনামে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত, বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছিল বিজেপির যে জয়ি সদস্য তাদেরকে অপহরণ করা হয়েছিল,তারপর থেকে খবরের শিরোনামে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত, পরবর্তী সময়ে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরে ২০২৪ লোকসভা নির্বাচনে মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস থেকে জয় লাভ করে বাপি হালদার। তিনি সাংসদ হন মথুরাপুর লোকসভা কেন্দ্রের,পরে বিরোধীদের ৯টি আসনের মধ্যে সিপিএম থেকে ২জন, নির্দল থেকে ২জন, বিজেপি থেকে ৫ জন সদস্য সদস্যা শুক্রবার সাংসদ বাপি হালদারের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করে,তার ফলে বিরোধীদের আসন শূন্য হয়, ১৫টি আসন নিয়ে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত শুক্রবার গঠন করে তৃণমূল কংগ্রেস। আগে বিজেপির প্রধান ছিল অনুপ কুমার মিস্ত্রি, বর্তমানে প্রধান হলেন প্রশান্ত হালদার এবং উপপ্রধান হলেন সুশান্ত মন্ডল।