কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে শুভেন্দু অধিকারী অনুগামীদের পক্ষ থেকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান

নতুন গতি ওয়েব ডেস্ক:শারদ উৎসব উপলক্ষে কিছু দিন আগেই পূর্ব বর্ধমান জেলার দাদার অনুগামীরা বিভিন্ন এলাকায় দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন।

    দুর্গাপূজার পরেও সেই বস্ত্র বিতরণ অনুষ্ঠান ক্রমাগত তারা করেই চলেছে বিভিন্ন এলাকায়।
    এদিন
    লক্ষ্মী পুজো উপলক্ষে, রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে, পূর্ব বর্ধমান জেলার আমরা দাদার অনুগামীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল কাটোয়া ১নং ব্লকের কারুলিয়া গ্ৰামে। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার দাদার অনুগামীর পক্ষ থেকে সুজন সর্দার,সুমন্ত ঘোষ, দেবদাস চৌধুরী ও শশাঙ্ক দাস সহ দাদার একাধিক অনুগামীর সদস্যরা। বৃষ্টি মাথায় নিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে গ্রামের সাধারণ মানুষ যেভাবে এই অনুষ্ঠানের সাক্ষী থাকলো তা চোখে পড়ার মতো।
    এইদিন গ্ৰামের বেশ কিছু দুঃস্থ মানুষদের হাতে মাক্স ও নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।

    এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষেরা।