এক ব্যবসায়ীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লক্ষাধিক টাকা সহ মোবাইল ও সোনার আংটি ছিনিয়ে নিলো একদল দুষ্কৃতী

মালদা ১৭ সেপ্টেম্বর ঃ এক ব্যবসায়ীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লক্ষাধিক টাকা সহ মোবাইল ও সোনার আংটি ছিনিয়ে নিলো একদল দুষ্কৃতী । দুষ্কৃতীদের আঘাতে ওই ব্যবসায়ী চরম ভাবে আক্রান্ত । মোথাবাড়ি এলাকায় সমাজবিরোধী দের দৌরাত্ব বৃদ্ধি ও বার বার ব্যবসায়ী আক্রান্তের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মোথাবাড়ি ব্যবসায়ী সংগঠন ।গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ ।

    ঘটনার বিবরনে জানা কালিয়াচক এলাকার বাসিন্দা মুক্তার আজিজ । মোক্তার
    মোবাইল ডিস্ট্রিবিউটর এর কাজ করেন। প্রতিদিনই
    মোথাবাড়ির ও কালিয়াচক এলাকার বিভিন্ন দোকানে মোবাইল ডিস্ট্রিবিউশন করেন এবং টাকা সংগ্রহ করেন । রবিবার রাতে একটি মারুতি ওমনি ভ্যানে করে মোথাবাড়ি এলাকার বিভিন্ন দোকান থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন । রাতে একদল সমাজবিরোধী পেট্রল পাম্প এলাকায় বাঘমারা ব্রিজের কাছে একটি জায়গাতে গাড়ি ধরে। দুষ্কৃতী রা ব্যবসায়ী কে প্রচন্ড প্রহার করেন । ব্যবসায়ীর কাছে থেকে দেড় লক্ষাধিক টাকা, বেশকিছু মোবাইল ও হাতের আঙ্গুলের সোনার আংটি খুলে নেয় ।
    আক্রান্ত ব্যবসায়ী মোক্তার আজিজ জানান, ” আমি মোবাইলের ডিস্ট্রিবিউটর কাজ করি প্রদান টাকা তুলি । বাঘমারা ব্রিজের কাছে ৭/৮জনের একটি দল এসে ঘিরে ধরে সব টাকা নেয় ।আমাকে প্রচন্ড মারে । আমি অজ্ঞান হয়ে যায় । জ্ঞান ফিরে দেখি আমার টাকা সোনার আংটি ও মোবাইল নায় । গোটা বিষয়টি নিয়ে আমি মোথাবাড়ি থানার পুলিশের জানিয়েছি ।
    এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মোথাবাড়ি ব্যবসায়ী সমিতি ব্যবসায়ী সমিতির সম্পাদক মিনু আহমেদ জানিয়েছেন গত কয়েক মাসে একাধিক ব্যবসায়ী মোথাবাড়ি এলাকায় আক্রান্ত হচ্ছে। এলাকায় সমাজবিরোধীদের দাপট বাড়ছে । আমরা বিষয়টি নিয়ে খুব চিন্তিত। ব্যবসায়ীদের উপর এভাবে আক্রমণ হতে থাকলে আমরা ভবিষ্যতে এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে যাব। বিষয়টি নিয়ে মোথাবাড়ি থানার পুলিশ জানিয়েছে এ ধরনের একটি অভিযোগ হয়েছে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করে খতিয়ে দেখছে। মালদা জেলা পুলিশের ডি এস পি

    জানান, “মোথাবাড়ি তে এই ধরনের একটি ঘটনা ঘটেছে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ।