|
---|
নাজিবুল্লা, বসিরহাট : কচুয়ার লোকনাথ মন্দিরে দুর্ঘটনা৷ মন্দিরের পাঁচিল ভেঙে জখম অন্তত ২৫ জন পুণ্যার্থী৷ প্রত্যেকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ অসমর্থিত সূত্রের দাবি, এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে চারজনের৷ মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে৷
জন্মাষ্টমীতে প্রায় প্রতিবছরই লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান কচুয়া ধামে ভিড় জমান অগণিত ভক্ত৷ চলতি বছরেও তার অন্যথা হয়নি৷ বৃহস্পতিবার রাত থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু পুণ্যার্থী কচুয়ার লোকনাথ ধামে ভিড় জমান৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রচন্ড বৃষ্টি আবার অত্যাধিক ভিড় – দু’য়ের চাপে ভেঙে পড়ে মন্দির সংলগ্ন একটি পাঁচিল৷ ওই দুর্ঘটনার পরই আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়৷ তাতেই পদপিষ্ট হয়ে যান পুণ্যার্থীরা৷
পুলিশ সূত্রে খবর, পদপিষ্ট হয়ে কচুয়ার লোকনাথ ধামে অত্যন্ত ২৫জন পুণ্যার্থী জখম হয়েছেন৷ তাঁদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ আহতদের মধ্যে বেশ কয়েকজন বসিরহাট মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে৷ তবে পাঁচজনের অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত চারজন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন তাঁরা৷ যদিও পুলিশের তরফে মৃত্যুর বিষয়ে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি৷
জন্মাষ্টমীর ঠিক আগের গভীর রাত থেকেই বহু পুণ্যার্থী কচুয়ার লোকনাথ ধামে ভিড় জমান৷ লক্ষ্য ভোরবেলা জল ঢালা৷ খবর পেয়ে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে আহতদের দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং নিহতদের কে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন এবং আহতদের কে এক লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেন তিনি. ঘটনাস্থলে পরিদর্শনে আসেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও রাজ্য পুলিশের ডিজি. আমরা সরাসরি দেখে নেব কি বললেন জ্যোতিপ্রিয় মল্লিক