লোকাবাটিতে জিকিরের মজলিসে জ্ঞানের আলো জ্বালেন আলেমরা

নিজস্ব সংবাদদাতা,ধনিয়াখালি : প্রতি মাসের শেষ মঙ্গলবার ধনিয়াখালি থানার অন্তর্গত লোকাবাটির “জামে মসজিদ” প্রাঙ্গণে জিকিরুল্লার মজলিস আয়োজিত হয়ে আসছে বিগত আট বছর যাবৎ। নির্দিষ্ট দিন সন্ধ্যায় ওই মজলিসে উপস্থিত ধর্মীয় অনুরাগীদের মধ্যে ধর্মীয় শিক্ষার মাধ্যমে সামাজিক জ্ঞানের আলোও দান করেন মসজিদের হাফেজ জনাব রবিউল হক ও অন্যান্য আমন্ত্রিত মাওলানারা।আত্মশুদ্ধির উদ্দেশ্যে মজলিসে শয়ে শয়ে উপস্থিত ধর্মানুরাগীরা মহান আল্লাহ পাকের কাছে নিজেকে সঁপে দিয়ে তাঁদের বক্তব্য শোনেন এবং যে কোনো অন্যায় থেকে নিজেদের বিরত রাখার জ্ঞান লাভ করেন। পুন্যার্জনের ওই মজলিসে গ্রামের ধর্মপ্রাণ মুসলমান ধর্মীয় জ্ঞান লাভের পাশাপাশি জাতিধর্ম নির্বিশেষে প্রতিবেশীর প্রতি সহানুভূতিশীল হওয়ার প্রেরণাও লাভ করেন।‌ ফলত প্রতিবছর রমযান মাসে মসজিদ কমিটির তরফে স্থানীয় গরিব দুঃখীদের অন্ন বস্ত্র ও অন্যন্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সাহায্য করা হয়। প্রতিবছর ২৭ শে রমযান বিভিন্ন গুণিজনের উপস্থিতিতে ধর্ম ভেদে দুস্থদের হাতে দান সামগ্রী তুলে দেওয়া হয়।উদ্যোক্তাদের তরফে জানানো হয় বিগত আট বছর ধরে এই দান সামগ্রী বিতরণের অনুষ্ঠানে স্থানীয় জ্ঞানীগুণী ছাড়াও কলকাতা যশস্বী কবি সাহিত্যিকদের আমন্ত্রণ জানানো হয়। ‌ দান ও অনুষ্ঠানের ব্যয়ভার গ্রামের সম্পন্ন মানুষ সমবেতভাবে বহন করেন।প্রাপ্ত সংবাদে প্রকাশ প্রতি

    জিকিরুল্লার মজলিসের শেষে উপস্থিত সবাইকে তাবারুক প্রদান করা হয়। সম্প্রতি ওই মাসিক জিকিরের মজলিসে একটি নতুন সংযোজন ঘটে। তা হলো সন্ধ্যায় পুরুষদের অনুষ্ঠান শুরুর আগে মহিলা পরিচালিত আর একটি একই রকম অনুষ্ঠান জিকিরের অনুষ্ঠানের আয়োজন। এই মজলিসেও স্থানীয় মহিলারা ছাড়াও পার্শ্ববর্তী এলাকার মহিলারা স্বতঃপ্রণোদিত হয়ে অংশগ্রহণ করে।