|
---|
সেখ রিয়াজুদ্দিন,নতুন গতি, বীরভূমঃপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় এবং বীরভূম জেলা পুলিশের পক্ষে ও লোকপুর থানার ব্যবস্থাপনায় আজ ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উদযাপিত হয় যথাযথ মর্যাদায় লোকপুর থানার আদিবাসী অধ্যুষিত মুসলিয়া গ্রামে। চিরাচরিত আদিবাসী প্রথা অনুযায়ী আগত অতিথি বৃন্দ কে বরন করা হয় পাতার তৈরি টুপি পরিয়ে এবং আদিবাসী নৃত্যের মধ্যে। স্বাগত বক্তব্য রাখেন লোকপুর থানার ওসি মহম্মদ মিকায়েল মিয়া।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার কাশিনাথ মিস্ত্রি এবং খয়রাশোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় দাস। স্থানীয় আদিবাসী পরিবার থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি পড়ুয়াদের পাশাপাশি স্থানীয় গ্রামের মাঝিহাড়াম তথা আদিবাসী সমাজের মোড়ল কে সংবর্ধনা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। বর্তমান অতিমারি পরিস্থিতিতে করোনা সচেতনতা সম্পর্কে যেমন বক্তব্য রাখেন তেমনি বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসীদের বিভিন্ন আইনী সংক্রান্ত অধিকার, শিক্ষা সম্পর্কিত সমস্যার সমাধান ইত্যাদি বিষয়ে প্রশাসন সর্বত্র সহযোগিতার জন্যে প্রস্তুত বলে বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন ডিএসপি হেডকোয়ার্টার কাশিনাথ মিস্ত্রি। উপস্থিত সকলের হাতে স্যানিটাইজার,মুখে মাস্কও সামাজিক দূরত্ব বজায় রেখে ছোট্ট এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়। গ্রাম্য যুবক রঞ্জিত হাসদা একান্ত সাক্ষাৎকারে পুলিশের উদ্যোগে আজকের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানান এবং প্রশাসনের প্রতি খুশি ব্যক্ত করেন।