লোকসভা ভোট ঘোষণার আগেই বাঁকুড়ায় তৃণমূলের দেওয়াল লিখন শুরু

সেখ আজফার হোসেন, বাঁকুড়া : সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলার বিভিন্ন স্থানে উৎসহ উদ্দীপনার সাথে পালিত হল মহাশিবরাত্রি পূজা। শিবপুরান মতে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি পূজা। যদিও সারা বছরই শিবের পূজা হয়। কিন্তু অন্যান্য দিনের থেকে মহাশিবরাত্রির পূজা সম্পূর্ণ আলাদা। হিন্দু সম্প্রদায়ের সকল মানুষ তাদের মনস্কামনা পুরনের আশায় ব্রত পালনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন।তাই ০৪টা ফেব্রুয়ারি, মহাশিবরাত্রির পূণ্য তিথিটিকে বেছে নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের দেওয়াল লিখন শুরু করলেন বাঁকুড়া জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাজীব ঘোষাল। এদিন বাঁকুড়ার বেলিয়াতোড়ে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আবেদন করে দেওয়াল লিখন সুচনা করেন।