“বেঁচে থাকুক মানবতা, বেঁচে থাকুক ভালোবাসা”!

“বেঁচে থাকুক মানবতা,বেঁচে থাকুক ভালোবাসা”!

    নতুন গতি ডেস্ক:  সাধারণ মানুষের যেকোন বিপদে নিঃস্বার্থভাবে যেভাবে পাশে থাকেন ঠিক একই রকমভাবে দলীয় নেতৃত্বের আপদে-বিপদে পাশে যাকে দেখা যায় তিনি সকলের প্রিয় দেগঙ্গার ৩৬ নং জেলা পরিষদ কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য তথা বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মানবপ্রেমী জনাব এ কে এম ফারহাদ সাহেব।


    দীর্ঘ কয়েক দিন করোনা আক্রান্ত হয়ে জি এন আর সি হাসপাতালে জীবন যুদ্ধ জয়লাভ করে বাড়িতে ফেরে সোহাই স্বেতপুর গ্রাম পঞ্চায়েত অধীনস্থ কুমারপুর গ্রামের তৃণমূল কংগ্রেস সদস্য ও দলের লড়াকু সৈনিক মোঃ সফিউদ্দিন।
    আজ ফারহাদ সাহেব সহ দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি, সমষ্টি উন্নয়ন আধিকারিক সুব্রত মল্লিক মহাশয়রা তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তার বাড়িতে উপস্থিত হয়।