রাজ্য লক ডাউন আরও কড়া করতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্য লক ডাউন আরও কড়া করতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

    নতুন গতি ওয়েব ডেস্ক: শনিবার লক ডাউন নিয়ে প্রতিক্রিয়াও দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কেন্দ্রের এই পরামর্শকে কোনোভাবেই উপেক্ষা করল না রাজ্য সরকার।স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠি পাওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন। যাতে স্পষ্ট লেখা রয়েছে, বিপর্যয় মোকাবিলা আইনের (২০০৫) শর্ত লঙ্ঘণ করলে পুলিশের সাব ইন্সপেক্টর থেকে শুরু করে উর্ধ্বতন সমস্ত কর্তাদের আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার দেওয়া হল।
    উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যকে চিঠি দিয়ে সুনির্দিষ্ট কিছু বিষয়ে সতর্ক করেছিল। তাদের বক্তব্য ছিল, রাজ্য সরকার কিছু অনাবশ্যকীয় পরিষেবায় অনুমতি দিয়েছে। তার ফলে কলকাতার রাজাবাজার, নারকেলডাঙা, তপসিয়া, গার্ডেনরিচ, ইকবালপুর, মানিকতলা এলাকায় দেখা যাচ্ছে বাজারে ভিড় উপচে পড়ছে। মাছ, মাংস, সবজির দোকানের সামনে ঠেলাঠেলি। সোশ্যাল ডিস্টেন্সিংয়ের শর্ত সেখানে মানা হচ্ছে না। তাছাড়া কোথাও কোথাও ধর্মীয় সমাবেশ হচ্ছে বলেও নিরাপত্তা এজেন্সি স্বরাষ্ট্রমন্ত্রককে জানিয়েছে। এ ব্যাপারে বিপর্যয় মোকাবিলা আইনের প্রসঙ্গ টেনে লকডাউনের শর্ত কঠোর ভাবে পালনের পরামর্শ দেয় স্বরাষ্ট্রমন্ত্রক