|
---|
নিজস্ব সংবাদদাতা: কালচিনি ব্লকের বিভিন্ন চা বলয়ে শনিবার বিদ্যালয়ে মিড ডে মিল কেমন পরিবেশিত হচ্ছে তা সরজমিনে খতিয়ে দেখলেন বিডিও। বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ঘুরে ঘুরে দেখলেন কালচিনির বিডিও এবং ব্লক দপ্তরের আধিকারিকরা।
এদিন বিডিও বিদ্যালয়ে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে বসে মিড ডে মিল খান এবং ছাত্রছাত্রীদের মিড ডে মিল পরিবেশন করেন। তিনি নিজে জানান আমি এইভাবেই থাকতে পছন্দ করি।তাই আজকে এইসব ছেলেমেয়েদের সাথে খাবার খেয়ে আনন্দ পেলাম।ওরাও আনন্দিত আমার সাথে খেতে পেয়ে,যেটা আমার কাছে একটা আনন্দদায়ক মুহূর্ত হয়ে থাকবে।
বিডিও জানালেন এবারে আমাদের অন্য পরিকল্পনা আছে মিড ডে মিল নিয়ে আরো উন্নত পরিবেশ তৈরী করা।যাতে ছোট ছোট শিশুরা সঠিকভাবে মিড ডে মিলের খাবার পায়। এবং আমি দেখব যাতে কেউ মিড ডে মিলের খাবার পাওয়া থেকে বাদ না পড়ে।