|
---|
নিজস্ব সংবাদদাতা : গান মহামারি শেষ করতে পারে না। গান মনোবল বাড়াতে পারে। আর মনোবলই একদিন ভারতীয়দের করোনা সংকট থেকে মুক্ত করবে। সেই আশা রেখে মুক্তি পেল ইন্ডিয়ান আইডল খ্যাত গায়ক অদ্রিজ ঘোষের সুরে তানবির কাজি’র কথায় “লড়বো আমরা।
গানটি গেয়েছেন সা রে গা মা পা খ্যাত বারো জন গায়ক। অদ্রিজ ঘোষ,পিউ মুখার্জি, তানিয়া মুখার্জি,স্বয়মদূতী মজুমদার,সাইরাজ খাটি, অদ্রিজা চক্রবর্তী,কৌশিক চক্রবর্তী,অভিষেক ভট্টাচার্য, বৃস্টিলেখা নন্দী,ইন্দিরা দাস,ঋষি চক্রবর্তী, দীপন মিত্র-এর গলায় এই সুন্দর গানটি বর্তমান অসুন্দরকে হারাতে সবার বন্ধু হবে তা বলা যায়। গানটির সংগীত বিন্যাস করেছেন অভিষেক ভট্টাচার্য, মিক্সিং এবং মাস্টারিং করেছেন সুরাজ নাগ, ভিডিও সম্পাদনা করেছেন শুভ দাস।