|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান: মঙ্গলবার বেলা ১১ টা সময় পূর্ব বর্ধমানের কালনা- কাটোয়া টি কে রোড়ে সংলগ্ন আখড়া বাসস্ট্যান্ডের সামনে দ্রুতগতিতে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক সাইকেল আরোহী ধাক্কা মারে। সাইকেল আরোহী নাম প্রকাশ মণ্ডল (৪৫)। বাড়ি কাটোয়া ২নং ব্লকের জগদানন্দপুর গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত আখড়া গ্ৰামে। ঘটনাস্থলে সাইকেল আরোহী আহত হয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হন কাটোয়া মহকুমার এস ডি পি ও ত্রিদিব সরকার,কাটোয়া থানার আই সি শৈবাল বাগচী সহ বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় জনপ্রতিনিধি, জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল সহ এলাকাবাসীরা উপস্থিত হন। আহত সাইকেল আরোহী’কে সঙ্গে সঙ্গে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আখড়া বাসস্ট্যান্ডে সামনে কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ হলেও পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়। এলাকাবাসীদের আবেদনে সঙ্গে সঙ্গে রাস্তায় একটি হাম্পার তৈরির কাজ শুরু হয় পুলিশের উপস্থিতিতে। ঘটনাস্থল থেকে গাড়ির চালক ও খালাসী পলাতক।