|
---|
রতুয়া, শেখ সাদ্দাম: হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিক কে ফিরিয়ে দিল পুখুরিয়া থানার পুলিশ।
গত শুক্রবার সরিফুল সেখ নামে এক টোটো চালকের মোবাইল ফোন হারিয়ে যায়। তিন পুকুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সেই অভিযোগে তদন্তে নামে পুকুরিয়া থানার পুলিশ।উদ্ধার করা হয় মোবাইল ফোনটি।
শনিবার পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী, টোটো চালক শরিফুল শেখ এর হাতে উদ্ধার করা মোবাইল ফোনটি। তুলে দেন।
নিজের হারানো মোবাইল হাতে পেয়ে। পুকুরিয়া থানার পুলিশের এই ভূমিকায় খুশি টোটো চালক