হারানো প্রয়োজনীয় কাগজপত্র হাতে পেল মুফতি গোলাম হাবীব এর সহযোগিতায়

উজলপুকুর ও তোহা সিদ্দিকীর বাড়ির মাঝামাঝি স্থানে একটি ব্যাগ কুড়িয়ে পাওয়া যায় ।ব্যাগের মধ্যে ছিল ব্যাংকের চেক বুক। আধার কার্ড।ভোটার কার্ড।স্কুল সার্টিফিকেট।ব্যাংকের বই।কন্যাশ্রী ফর্ম, রূপশ্রী ফর্ম।আরো প্রয়োজনীয় কাগজপত্র।
এই ব্যাগটি কুড়িয়ে পান স্থানীয় চাষীরা ।তারা ব্যাগটি কুড়িয়ে পাবার পরে সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন বিশিষ্ট সমাজসেবী মুফতি গোলাম হাবিব(প্রতিষ্ঠাতা ফুরফুরা ইউনিক ওয়েল ফেয়ার ট্রাস্ট) ।মুফতি গোলাম হাবিব সাহেব তৎক্ষণাৎ আই কার্ড দেখে চক তাজপুর মাদ্রাসার শিক্ষক আবু কালাম সাহেব কে ডাকেন এবং মেয়েটির পরিবারের সাথে যোগাযোগ করেন এবং মেয়েটির হাতে ব্যাগ তুলে দেন।