রাজনৈতিক ফায়দা নিতে নিজের মেয়েকে অপহরণ বিজেপি নেতার, চাঞ্চল্যকর তথ্য লাভপুর ঘটনায়

 

    মহঃ রিপন, বীরভূম

    বীরভূম জেলার লাভপুর থানার তরুণী অপহরণ কাণ্ডে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মাথায় বন্দুক ঠেকিয়ে বিজেপি নেতা সুপ্রভাত বটব্যাল এর 23 বছরের মেয়ে প্রথমা বটব্যালকে অপহরণের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল লাভপুর। শনিবার রাতে প্রথমা বটব্যাল কে মালদা থেকে উদ্ধার করে বীরভূম জেলা পুলিশ। রবিবার প্রেস কনফারেন্সে বীরভূম জেলা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে তরুণীকে অপহরণ কাণ্ডে জড়িত আছে তরুনীর বাবা সুপ্রভাত বটব্যাল ও তার কিছু সমর্থক।এদিকে বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলেছেন লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম ও লাভপুরের বিজেপি নেতা সুপ্রভাত বটব্যাল এর মিলিত নাটক ছিল এটি, বাবা ও মেয়ে খুব ভালো একটা ফন্দি এঁটে ছিলেন রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য। লাভপুরের তরুণী অপহরণ ঘটনায় বীরভূম জেলা পুলিশ তরুণের বাবা সুপ্রভাত বটব্যাল ও আরও দুজনকে গ্রেপ্তার করেছে।