|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি পেট্রোলের দাম এক পয়সাও কমায়নি। যদিও ডিজেলের দাম আজ সামান্য কমেছে। অর্থনীতিবিদরা বলছেন, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দাম না কমানোয় পেট্রোলের ক্ষেত্রে ডায়নামিক প্রাইসিং এর সুবিধা পাচ্ছেন না গ্রাহকরা।
বিশ্ব বাজারের সঙ্গে সাযুজ্য রেখে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো-কমানোর কথা রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির। কিন্তু দেখা যাচ্ছে, গত ১১ অগাস্ট থেকে ১৯ অগাস্ট পর্যন্ত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত কমলেও পেট্রোলের দাম এক পয়সাও কমেনি।
শুক্রবারও কলকাতায় পেট্রোলের দাম অপরিবর্তিত থাকলেও সামান্য কমল ডিজেলের দাম। কলকাতা আজ লিটারপ্রতি ডিজেলের দাম ২৫ পয়সা কমেছে। ফলে কলকাতায় লিটারপ্রতি ডিজেলের দাম হয়েছে ৯২ টাকা ৩২ পয়সা।
অভিযোগ উঠেছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও পেট্রোলের দাম কমাচ্ছে না রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। যে কারণে, ডায়নামিক প্রাইসিং এর সুবিধা মানুষ পাচ্ছেন না।
এদিকে, পেট্রোলের দাম সেঞ্চুরি পার করায় বাজারে বিভিন্ন পণ্যের দামেও আগুন। পরিবহণ খরচ একলাফে অনেকটা বেড়ে যাওয়ায় মাথায় হাত মধ্যবিত্তের। কেন্দ্র ও রাজ্য সরকার দাম না কমিয়ে শুধু একে অপরের ঘাড়ে দায় চাপাতে ব্যস্ত।
গত কয়েক বছরে অপরিশোধিত তেলের দামের অনুপাতে পেট্রোলের দাম কতটা বেড়েছে পরিসংখ্যানেই তা স্পষ্ট। ২০১৪-য় লোকসভা ভোটের সময় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ছিল ১০৮ ডলার প্রতি ব্যারেল। তখন পেট্রোলের দাম ছিল লিটারপ্রতি ৭৫ টাকা ৫১ পয়সা।
বৃহস্পতিবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি ৬৬.৫১ ডলার। তখন পেট্রোলের দাম ১০২ টাকা ৮ পয়সা।
শুধু তাই নয়, পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ১১ অগাস্ট অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেলপ্রতি ৭১.৪৪ ডলার। ধাপে ধাপে কমে ১৯ অগাস্ট দাম হয় ৬৬.৫১ ডলার।
অর্থাত্, বিশ্ব বাজারে এই ক’দিনে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৫ ডলার কমলেও দেশের মানুষ তার কোনও সুফল পেলেন না।