|
---|
সৃঞ্চিনী পোদ্দার, নতুন গতি, সোদপুর : সেপারস চ্যারিটেবল ট্রাস্ট নামক এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে লকডাউনের প্রথম থেকে মধ্যাহ্নভোজের আয়োজন চলছে । রোজ সোদপুর স্টেশন চত্বরে থাকা অসহায় নিঃস্ব করুন মানুষদের ভরপেট খাওয়ার আয়োজন করেছেন এই সংগঠনের সদস্যরা। কেবলই আহারের ব্যবস্থা নয়, সোদপুর স্টেশন চত্বরে থাকা অসহায় করুন সর্বহারা মানুষদের জীবনে সুখ ফিরিয়ে দিতে না পারলেও সেপারস চ্যারিটেবল ট্রাস্ট তাদের সাধ্যমত বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন । এতে খুশি স্টেশন চত্বরের এই নিপীড়িত করুণ মানুষেরা।
সেপারস ইনফোনেট প্রাইভেট লিমিটেড কোম্পানির সহযোগিতায় দুঃস্থ স্টেশনবাসী পথচারীদের জন্যে খাওয়াদাওয়ার সাথে সাথে তাদের চিকিৎসা পরিষেবা দিতে সচেষ্ট হচ্ছে সেপারস চ্যারিটেবল ট্রাস্ট । এদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।