|
---|
সংবাদদাতা : আজ প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলনে মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান এর মাধ্যে উদযাপন করা হয়। তার সাথে সাথে ২০২২ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার স্থানাধিকারি দের কে সার্টিফিকেট প্রদানও করা হয় । স্কুলের প্রধান পৃষ্ঠপোষক তথা বলগোনা তাজ এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট তথা পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের মাননীয় চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আব্দুল গনি সাহেব ৭৪তম প্রজাতন্ত্র দিবসে স্কুলে উপস্থিত সকল শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ, স্কুলের সাম্মানিক ডিরেক্টর, সম্পাদক, প্রিন্সিপাল , টিআইসি, একাডেমিক হেড সহ সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীবৃন্দকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।স্কুলে উপস্থিত ছিলেন প্রাক্তন ডেপুটি ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইব্রাহিম সাহেব, স্কুলের প্রিন্সিপাল কাজি এনামুল হক সাহেব , স্কুলের সাম্মানিক ডিরেক্টর তথা পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির অফিসে কর্মরত আবুল হোসেন মণ্ডল, সেখ আরজুল, টিআইসি, স্কুলের সম্পাদক আবুল হাসান মন্ডল, আজহার মন্ডল, সহ-সম্পাদক, জয়নাব খাতুন, একাডেমিক হেড সহ স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকা বৃন্দ, শিক্ষা কর্মীবৃন্দ এবং ছাত্র- ছাত্রী বৃন্দ এবং অভিভাবক-অভিভাবিকাবৃন্দ।