|
---|
নিজস্ব সংবাদদাতা : নির্বিঘ্নেই মেধা অন্বেষণ পরীক্ষা সম্পন্ন হল পূর্ব বর্ধমান জেলার বলগোনা তাজ এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটি- র পরিচালিত এ. এম. ইসলামিক মডেল স্কুলে (মিশন)। ইসলামিক আবাসিক / অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৩ শিক্ষাবর্ষের ভর্তির জন্য স্কুল ক্যাম্পাসে মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হয় । প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত পরীক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিয়েছে । স্কুলের প্রধান পৃষ্ঠপোষক তথা বলগোনা তাজ এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট তথা পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের মাননীয় চেয়ারম্যান বিচারপতি মোঃ আব্দুল গনি সাহেব বলেন, “স্কুলটি আবির্ভূত হয়েছে ২০১৭ সালে এবং এই অল্প দিনের মধ্যে স্কুলটি স্থানীয় মানুষদের এবং কচিকাঁচাদের মনকে আকৃষ্ট করেছে, ফলে বর্তমানে স্কুলটির ছাত্র-ছাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। নার্সারি থেকে মাধ্যমিক পর্যন্ত ছাত্র-ছাত্রীদের জন্য আবাসিকের সুবন্দোবস্ত রয়েছে এবং অদূর ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানটিকে উচ্চমাধ্যমিক লেভেল পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, “পরম করুনাময় আল্লাহর মেহেরবানীতে এবং অসংখ্য শুভানুধ্যায়ীদের নেক দোয়া তে স্কুলটি যেভাবে এগোতে শুরু করেছে আসন্ন কয়েক বছরের মধ্যেই সমাজের সমস্ত শ্রেণীর মানুষ স্কুলটির পরিচিতি এবং সাফল্য অনুধাবন করতে পারবেন বলেই আমার প্রত্যাশা এবং দৃঢ় বিশ্বাস।” স্কুলের সাম্মানিক ডিরেক্টর তথা পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির অফিসে কর্মরত আবুল হোসেন মন্ডল বলেন, ” পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীরা অর্থের অভাবে ভালো মিশনে খুব বেশি পড়াশোনা করার সুযোগ সুবিধা পাইনা । ফলস্বরূপ বহু মেধাবী ছাত্র-ছাত্রী স্কুলের চৌকাঠ পার করতে পারে না । এই সমস্যার সমাধানে, পরম করুণাময় আল্লাহ পাকের রহমতে এ. এম. ইসলামিক প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে । প্রতিষ্ঠানটির সাফল্যের জন্য কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রম, এবং স্থানীয় মানুষদের সর্বপ্রকার সাহায্য ও সহযোগিতা পাই, যার ফলে পিছিয়ে পড়া সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন ঘটাতে একটা ক্ষুদ্র প্রয়াস নেওয়া হয়েছে।”
স্কুলের প্রিন্সিপাল কাজী এনামুল হক বলেন, “মেধা নির্বাচন পরীক্ষার সঙ্গে যুক্ত সমস্ত শিক্ষক-শিক্ষিকা, সেন্টার কর্তৃপক্ষ, পরীক্ষা কমিটি, শিক্ষানুরাগী এবং যারা এই পরীক্ষায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ জ্ঞাপন করেন ।”
এই মেধা অন্বেষণ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য স্কুলে উপস্থিত ছিলেন আবুল হাসান মন্ডল, সম্পাদক, এ. এম. ইসলামিক মডেল স্কুল, আজহার মন্ডল, সহ-সম্পাদক, সেখ আরজুল, টিআইসি, জয়নাব খাতুন, একাডেমিক হেড, ইউসুফ মণ্ডল, মাওলানা নাসিরউদ্দিন মণ্ডল, হাসিবুর রহমান সহ স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও অ -শিক্ষক কর্মচারীবৃন্দ এবং অভিভাবক-অভিভাবিকাবৃন্দ।