|
---|
আয়ুব আলি, উওর২৪পরগনা: উওর২৪পরগনার অশোক নগর থানায় বিড়া- বালিসা এম এম মডেল অ্যাকাডেমিতে ( গার্লস মিশন) এ বিশ্ব নবী দিবস উদযাপন ও মিশনের নব- গঠিত নামাজ কক্ষে র দ্বার উন্মোচন উপলক্ষে এক মহতি অনুষ্ঠানে র আয়োজন হয়েছিল গত ১৩ই নভেম্বর রবিবার। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক খতিবুর রহমান তিনিই এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালন সমিতির সভাপতি। ছিলেন উওর২৪পরগনা র মাঝিপাড়া মোস্তফা মিশনের ডিরেক্টর ওসমান আলি মন্ডল তিনি বলেন প্রাকৃতিক মনোরম পরিবেশে মিশনের পরিকাঠামো খুব ভালো , মেয়েদের উন্নততর শিক্ষা বিস্তারের একটি আদর্শ প্রতিষ্ঠান। ছিলেন বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী আবু সিদ্দিক খান, শ্রী কৃষ্ণ ঘোষ,এম এম মডেল অ্যাকাডেমির ডিরেক্টর হাসিব উদ্দিন মন্ডল, আরও উপস্থিত ছিলেন মাওলানা সাবির আলি, মাওলানা মাজহারুল ইসলাম, সাংবাদিক আয়ুব আলি, মিশনের ম্যানেজার রফিক আলি,সেখ আব্দুল হাকিম,জামিরা খাতুন প্রমুখ- সকলের বক্তব্যে উঠে এসেছে মেয়েদের এই আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানটি ২০২০ সালে প্রতিষ্ঠিত ইতিমধ্যে যথেষ্ঠ সুনাম অর্জন করতে পেরেছে। প্রতিষ্ঠানের ডিরেক্টর হাসিব উদ্দিন মন্ডলের পরিচালনায় এই মিশন সমাজে মেয়েদের উন্নততর শিক্ষা বিস্তারের কাজ করে যাচ্ছে।