মুরারই থানায় প্রথম সৌরভ নন্দী, পাশের হারে সর্বোচ্চ ইদ্রাকপুর হাই স্কুল

 

    নতুন গতি নিউজ ডেক্স: জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা। একটা হালকা ভয় ভয় ভাব, টেনশন এই সব তো কাজ করেই থাকে। সঙ্গে থাকে একটা আলাদা উত্তেজনাও থাকে। তবে প্রতি বছরের ন্যায় এ বছর‌ও প্রকাশিত মাধ্যমিকের ফল।শহরের নামী স্কুলগুলির থেকে কোন অংশে পিছিয়ে নেই গ্রাম্য স্কুল গুলো। সেখানেও ছাত্র-ছাত্রীদের জয়জয়াকার। তেমনি ঝাড়খন্ড লাগোয়া মুরারই থানার স্কুল গুলোর ফল‌ও চমকপ্রদ।

    এবারের মুরারই থানা এলাকা থেকে প্রথম হয়েছে রতনপুর ইনস্টিটিউশনের সৌরভ নন্দী প্রাপ্ত নম্বর 676, ছাত্র-ছাত্রীদের পাসের হারে এগিয়ে ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয় প্রায় 92% ছাত্র-ছাত্রী এই বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছে।159 জন ছাত্র ছাত্রীর মধ্যে প্রায় 147 জন ছাত্রছাত্রী এই বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছে।এই স্কুল থেকে সর্বোচ্চ নাম্বার প্রাপক শুভজিৎ ভাস্কর তার প্রাপ্ত নম্বর 580, কয়েক বছর আগে এই বিদ্যালয় থেকে আশানুরূপ ফল না হলেও বর্তমানে এই স্কুলটি অনেকাংশেই সাফল্যের মুখ দেখতে শুরু করেছে। পড়াশোনার পরিবেশ সুন্দর ভাবে আবারো তৈরি হয়েছে এই বিদ্যালয়ে। জেলার সেরা স্বচ্ছ বিদ্যালয়ের সম্মান জুটেছিল ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয় কে। মুরার‌ইয়ের অন্যান্য স্কুলগুলি থেকে কয়েক জন কৃতি ছাত্র ছাত্রী হল গৌরাঙ্গিনী বালিকা বিদ্যালয় থেকে প্রথম হয়েছে অঙ্কিতা মুখার্জী তার প্রাপ্ত নম্বর633, পাইকর ড্রিউ ড্রপ স্কুল থেকে সর্বোচ্চ নাম্বার প্রাপক হয়েছে দেবায়ন রায় 642, রাজগ্রাম রেলওয়ে বিদ্যাপীঠ থেকে সর্বোচ্চ নাম্বার প্রাপক জাসমিনা খাতুন, তার প্রাপ্ত নম্বর 600,

     

    এদরাকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ জানান মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত স্নেহের ছাত্র ছাত্রীদের প্রতি রইলো অফুরন্ত ভালোবাসা তারা জীবনে এগিয়ে যাক , একজন সফল মানুষ হয়ে উঠুক এই প্রার্থনাই করব। বিদ্যালয়ে বর্তমানে শিক্ষকের অভাব তবু আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা যে কঠোর পরিশ্রম করেছে এর জন্য আমি তাদের কাছেও কৃতজ্ঞ।