|
---|
আজাহার উদ্দিন: হুগলির পুরশুড়া বলরামপুর হাজী মঞ্জিল বাসভবনে এম এস চ্যারিটেবল ট্রাস্ট ও কে জি এন মার্বেল গ্রুপ এর উদোগে শিক্ষামূলক সেমিনার ও ঈসালে সওয়াব অনুষ্ঠিত হল পবিত্র কুরআন পাঠ দিয়ে।এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন আই এ এস আলহাজ সেখ নুরুল হক,রেভারেন্ট বিশপ অগাস্টিন,আরামবাগ গালর্স কলেজের অধ্যক্ষ সৈয়দ সাজিদুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ সেখ হাসান ইমাম, এম এস চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক আলহাজ সেখ সিরাজুল হক, এম এম মাদ্রাসার চেয়ারম্যান আলহাজ সেখ মুজিবুল হক, কে জি এন মার্বেল গ্রুপ এর কর্ণধার কে জি এন মার্বেল গ্রুপ এর ডাইরেক্টর আলহাজ সেখ ইমাম হোসেন ও আলহাজ্ব সেখ সাকির হোসেন,ফুরফুরা দরবার শরীফের পীরজাদা মাওলানা মেহরাব সিদ্দিকী, মাওলানা আবদুল্লাহিল মারুফ, পীরনগর দরবার শরীফের মুখ্য নির্দেশক মাওলানা আবুল কাসেম, সঞালক সৈয়দ এহতেশাম মামুন, সহ সমাজের বিশিষ্টজন,আই এ এস, আলহাজ্ব সেখ নুরুল হক বলেন শিক্ষা হল জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি মাথা উঁচু করে বাঁচতে পারে না।এম এস চ্যারিটেবল ট্রাস্ট সরকারী চাকরির জন্য কোচিং সেন্টার খোলার ফলে অনেক মেধাবী ছাত্রছাত্রীরা নতুন দিশা পাবে। এছাড়াও অতিথিবৃন্দ সকলেই ট্রাস্টের প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং সেন্টার খোলার যে উদ্যোগ নিয়েছে সকলেই সাধুবাদ জানান।এছাড়াও মেধাবী ছাত্রছাত্রীদের এম এস চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ হতে স্কলারশিপ তুলে দেওয়া হয়।সারা বছর ধরেই শিক্ষা স্বাস্থ্য সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকে।এদিন বিশ্ব শান্তির মানব কল্যাণের জন্য দুয়ার মজলিস সমাপ্ত ঘটে।