মা শিক্ষা গাছকে মূলমন্ত্র করে গাছ গ্রুপের মরশুমের প্রথম খন্ড বন।

লুতুব আলি, বর্ধমান, ৩ মে :  বর্ধমানের অগ্রজ স্বেচ্ছাসেবী সংস্থা গাছ গ্রুপ এক মহান আদর্শে বলিয়ান হয়ে বাংলা ১৪৩০ সালের প্রথম খন্ড বনের সূচনা করল। পৃথিবীতে তিনটি জিনিস মানুষের কাছে ভীষণ ঋণী : মা, শিক্ষা ও গাছ। এঁদের ঋণ কোনোভাবেই পরিশোধ করা যায় না। ক্ষয়িষ্ণু সমাজ ব্যবস্থায় এই তিনটি জিনিসের কাছ থেকে মানুষের অনেক ব্যবধান পরিলক্ষিত হচ্ছে। এক শূন্যতা থেকে ভয়াবহ শূন্যতার আশঙ্কা হয় পূর্ব বর্ধমানের গাছ গ্রুপ মা শিক্ষা ও গাছ এই তিনের উপস্থিতিকে মানুষের মনে নাড়া দেয়ার জন্য ১৪৩০ বঙ্গাব্দের শুরুতেই খন্ড বনের প্রথম সূচনায় এক অভিনব সবুজকর্মীদের উদ্বেলিত করল। বর্ধন শহরের উপকণ্ঠে বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় এ মরশুমের প্রথম খন্ড বনের সূচনা হলো একজন বৃদ্ধ মা কে গাছ, ফুল দিয়ে বরণ পর্বের মধ্য দিয়ে। বর্ধমানের ভূমিপুত্র গাছ মাস্টার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক অরূপ চৌধুরীর নেতৃত্বে গাছ গ্রুপ শাখা প্রশাখা বিস্তার করে আজ পল্লবিত … বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ কর্মী সুহাস সামন্ত, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গৌরাঙ্গ গুপ্ত, শেখ মিসকিন আলী, রাজেশ হালদার, আবজেল মন্ডল, সুবীর দে, ঋষি গোপাল মন্ডল, টুম্পা হালদার, অরূপ সাহা, অম্লান মজুমদার প্রমুখ সকলকে স্বাগত জানান। এদিনের অনুষ্ঠানের কর্মসূচিতে ছিল : ১৪৩০ বর্ষের প্রথম খন্ড বন স্থাপন, পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত আলোচনা, গাছ গ্রুপের ক্যালেন্ডার প্রকাশ, বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠান, বিদ্যাসাগর স্যাপলিং ব্যাংকের উদ্বোধন, গাছ গ্রুপের বিভিন্ন জেলার শাখা সূচনা: বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হুগলি। এই অনুষ্ঠানে পাঁচটি স্বেচ্ছাসেবী সংস্থা হাজির ছিল : সুইচ অন ফাউন্ডেশন, সেভ ট্রি, পূর্ব বর্ধমান ড্রাইভারস ওয়েলফেয়ার সোসাইটি, পজিটিভ ভাইভ, উৎসর্গ রিলিফ ফাউন্ডেশন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি বিদ্যালয় পরিদর্শক অরুণ কুমার মন্ডল, প্রিয়ব্রত মুখার্জি, বাসুদেব মন্ডল, গোপাল চন্দ্র পাল, অতনু হাজরা, অবর বিদ্যালয় পরিদর্শক সুকল্যাণ বোস, ভাতার গার্লস কলেজের প্রিন্সিপাল ইমানুর রহমান, অধ্যাপক অঙ্কুর কোনার, হিমাংশু দাস প্রমুখ।