|
---|
নতুন গতি ওয়েব: এবার মদন মিত্রকে সতর্ক করল তৃণমূল কংগ্রেস। বেশ কয়েকদিন তিনি বিতর্কিত মন্তব্য করেই চলছিলেন। সেজন্য মদন মিত্রকে সতর্ক করল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। গত কয়েকদিন কল্যাণ-কুণাল বাকযুদ্ধে রাশ টানতে দলীয় নেতাদের কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু তারপরেই বেশ কয়েকটি ক্ষেত্রে বিতর্কিত মন্তব্য করেন কামারহাটির বিধায়ক। শনিবার নেটমাধ্যমে প্রথম বার দলীয় নেতৃত্বকে তাক করে মুখ খোলেন মদন। তিনি বলে বসেন, ‘‘আগামী দিনে হয়তো অর্জুন সিংহও দলে এসে মুখপাত্র হয়ে যাবেন।’’ তাঁর এমন মন্তব্যে বেজায় চটেছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার ফের মদন বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কারণে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের কার্যালয়ে যাওয়া যায় না। অভিষেক এতই ব্যস্ত যে তাঁর কাছে আমাদের মতো সাধারণ কর্মীরা পৌঁছতে পারেন না। তপসিয়ার দলীয় কার্যালয় ভাঙা পড়েছে।’’ মদন প্রশ্ন তোলেন, ‘আমি দলের বিরুদ্ধে বলছি না। কিন্তু কিছু বলার থাকলে তা জানাব কাকে?’ একই সঙ্গে সরাসরি পার্থকে কটাক্ষ করে মদন বলেছিলেন, ‘‘তাই উনি যদি আমায় বলে দেন, ওঁর বাড়ির তলায় যে কনস্টেবল থাকেন, তাঁর কাছে দিয়ে যাবেন, আমি সেখানেই দিয়ে আসব।’’ তাঁর এমন মন্তব্যের পরেই প্রাক্তন পরিবহণমন্ত্রীকে সতর্ক করার সিদ্ধান্ত নেয় তৃণমূল নেতৃত্ব।
সোমবার জানা যায়, দলের এক শীর্ষ নেতা মারফৎ সতর্ক করা হয়েছে কামারহাটির বর্ষীয়ান বিধায়ককে।