ভোররাতে অসুস্থ মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছেন দু’জনই।

নতুন গতি ওয়েব ডেস্ক: ভোররাতে অসুস্থ মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছেন দু’জনই। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে মদন মিত্রকে। শ্বাসকষ্টজনিত সমস্যা বোধ করায় প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে মঙ্গলবার ভোর রাতে তাঁদের হাসপাতালে নিয়ে আসা হয়। মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

    এদিন সকালে ফের একবার সুব্রত মুখোপাধ্যায়কে আনা হল এসএসকেএম হাসপাতালে। অসুস্থ বোধ করায় তাঁকে আনা হয়েছে। গাড়ি করেই আসেন তিনি। উপস্থিত তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্দেশে হাত নাড়ান। এর আগে ভোররাতে সুব্রত মুখোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে এলেও কোনও পরীক্ষা না করিয়ে ফের জেলেই ফিরে যান।

    গতকাল রাতে জেল হাসপাতালেই চিকিৎসা হয় ফিরহাদ হাকিমের। আইনজীবীকে সঙ্গে নিয়ে  বাবার সঙ্গে দেখা করেন সাবা। বেরিয়ে বলেন, বাবার কষ্ট হচ্ছে, এই করোনা পরিস্থিতিতে মানুষের জন্য কাজ করতে পারছেন না। বাবার শরীর ঠিক আছে। তিনি কিছুটা ভেঙে পড়েছেন।