|
---|
নূর মোহাম্মদ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সারা বাংলা জুড়ে “বঙ্গ ধ্বনি” যাত্রা যে শুরু হয়েছে । সেই কর্মসূচি বাস্তবায়ন করতে মাধবপুর অঞ্চল তৃনমূল কংগ্রেস উদ্যোগে গতকাল “বঙ্গ ধ্বনি” যাত্রা শুরু হয় । দুয়ারে সরকারের প্রকল্প কথা রাজ্য সরকারের সমস্ত প্রকল্প সম্বন্ধে মানুষকে অবগত করতে । মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যা সম্বন্ধে খোঁজখবর নেন ।সকাল ৯ টা থেকে “বঙ্গ ধ্বনি” যাত্রা শুরু হয় মাধবপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে পান্ডুগ্রাম থেকে মাধবপুর , কৃষ্ণবল্লভপুর মূলত তিনটি গ্রামে প্রথম অবস্থায় প্রচার করা হয় ।প্রচারে তৃণমূল নেতৃত্বের সাথে সাথে সাধারণ মানুষও প্রচারে যোগ দেয় । “বঙ্গ ধ্বনি” যাত্রাই উপস্থিত ছিলেন আরামবাগ তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি পলাশ রায় , পঞ্চায়েত সমিতির সভাপতি গুণধর খাড়া , পঞ্চায়েত সমিতির সদস্য যুব নেতা চিন্ময় রায় , সদস্য রেবা রায় , মাধবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান খাদেমুল ওহাব , মাধবপুর তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি রনজিত রায় , ছাত্রনেতা শেখ শাহনাওয়াজ আরামবাগ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ অভিজিৎ রায় , আশিস মল্লিক , মলয় চক্রবর্তী , শাহাবুল ইসলাম ( রাঙা ) এবাদুল ইসলাম, আব্দুল মান্নান খান । এছাড়া অন্যান্য নেতৃত্ব বর্গ সহ সাধারণ মানুষ যোগ দেয় ।
“বঙ্গ ধ্বনি” যাত্রার পরে মাধবপুর বেলডাঙায় একটি পথসভা অনুষ্ঠিত হয় , পথসভায় আরামবাগ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পলাশ রায় বলেনঃ “জনোনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মত বাংলা জুড়ে মানুষের আরো কাছে পৌঁছানোর জন্য এই যাত্রা শুরু হয়েছে এই যাত্রায় আমরা সমস্ত মানুষের সমস্যার কথা শুনবো এবং সমাধান করার চেষ্টা করব। “আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি , তরুন তুর্কি যুব চিন্ময় রায় বলেনঃ “প্রথম অবস্থায় আমরা মাধবপুরে পঞ্চায়েত অধীনে তিনটি গ্রামে বাড়ি বাড়ি ঘুরলাম । পরের দিন অন্যান্য গ্রামগুলোতেও যাব । বাংলার গর্ব মমতা ব্যানার্জি বঙ্গ ধ্বনি কর্মসূচিতে আমরা মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের আরো সম্পর্ক নিবিড় হবে।”