|
---|
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: বাড়ি বাড়ি গিয়ে স্বরচিত কবিতার পুরস্কার পৌঁছে দেওয়া হলো বেলিয়াবেড়া থানার নবগঠিত সাংস্কৃতিক মঞ্চ মাধুকরীর উদ্যোগে।করোনা আবহের মাঝেই বৃহস্পতিবার মহালয়া ও বিশ্বকর্মা পূজার দিনে ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানা এলাকায় সাংস্কৃতিক মঞ্চ মাধুকরী উদ্যোগে স্বরচিত কবিতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হলো সফল প্রতিযোগীর বাড়ি বাড়ি গিয়ে। করোনা পরিস্থিতির মাঝেই কয়েকমাস আগে গোপীবল্লভপুর ২ নং ব্লকের বেলিয়াবেড়া থানার ওসি সৌরভ ঘোষের নেতৃত্বে ও উৎসাহে থানা এলাকায় সংস্কৃতি চর্চার আরোও প্রসারের লক্ষ্যে যাত্রা শুরু করেছে মাধুকরী সাংস্কৃতিক মঞ্চ। ইতিমধ্যে রাখী বন্ধন উৎসব সহ অনলাইনে নানা রকম সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মাধুকরী’র উদ্যোগে। মাস দুয়েক আগে মাধুকারী সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে একটি স্বরচিত কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল । সেই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সফল বিজয়ী প্রাতিযোগীদের নাম কয়েকদিন আগে ঘোষণা করা হয়েছিল মাধুকরীর পক্ষ থেকে। এদিন সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর কর্মসূচি অনুষ্ঠিত হল।
করোনা পরিস্থিতিতে সরাসরি সফল বিজয়ী প্রতিযোগীদের বাড়ি বাড়ি গিয়ে পুরস্কার পৌঁছে দেওয়া হলো মাধুকরীর প্রধান উদ্যোক্তা ও বেলিয়াবেড়া থানার ওসি সৌরভ ঘোষের নেতৃত্বে ।পুরস্কার পৌঁছে দেওয়ার কাজে ওসি সৌরভ ঘোষের সাথে মাধুকরীর পক্ষে উপস্থিত ছিলেন এ এস আই পুলকেশ ভক্ত, সংস্কৃতিপ্রেমী শিব পাণিগ্রাহী ও বিশ্বজিৎ পাল এবং থানার অন্যান্য আধিকারিক ও পুলিশ কর্মীবৃন্দ।ওসি সৌরভ ঘোষ বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি ,এলাকার মানুষজনকে আরও বেশি করে সাংস্কৃতিক মনস্ক হওয়ার ও আরো বেশি সুস্থ সংস্কৃতি চর্চার আবেদন জানান মাধুকরীর এই ধরনের উদ্যোগকে বেলিয়াবেড়া থানা এলাকার জনগণ সাধুবাদ জানিয়েছেন থানার পুলিশ আধিকারিকগণ ও মাধুকরীর অন্যান্য সদস্যরা বাড়িতে এসে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়ায় খূশি সুদীপ্তা ভুঁই,সুষমা সাহু,অনন্যা সিংহ, মল্লিকা শী, নগেন্দ্রনাথ মহাপাত্র, সুপ্রিয়া ঘোষ, সমীর কুমার সাহু, মৌসুমী দাস, বিদিশা খুঁটিয়া,সুকদেব সরেনের মতো সফল প্রতিযোগীরা। বৃহস্পতিবার সাত জন সফল প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং বাকি সফল প্রতিযোগীদের হাতে শুক্রবার বাড়ি বাড়ি গিয়ে পুরস্কার তুলে দেওয়া হয়। উল্লেখ্য এই স্বরচিত আবৃত্তি প্রতিযোগিতায় বেলিয়াবেড়া থানার বিভিন্ন এলাকার দেড়শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করে ছিলেন।