বীরভূমের নাকড়াকোন্দা হাই স্কুলের মধুরিমা দে মাধ্যমিকে রাজ্যে অষ্টম স্থান দখল

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- ২০২২ এ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে গ্রাম বাংলার স্কুল থেকে ও রাজ্যের মধ্যে মুখ উজ্জ্বল করে তুলেছে। এবারের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে অষ্টম স্থান অধিকার করল বীরভূম জেলার খয়রাশোল ব্লকের অন্তর্গত নাকড়াকোন্দা হাই স্কুলের ছাত্রী মধুরিমা দে। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৬। মধুরিমার আদিবাড়ি নাকড়াকোন্দা গ্রামে বর্তমানে দুবরাজপুর ব্লকের হেতমপুরের বাসিন্দা। শুক্রবার মাধ্যমিকের ফল বেরোনোর পরই প্রথমে স্থানীয় দক্ষিণা কালী মন্দিরে পুজো দিতে যায় তাঁর মা পূর্ণিমা দে-র সাথে। তাঁর বাবা সঞ্জয় কুমার দে নাকড়াকোন্দা হাই স্কুলের প্রধান শিক্ষক। মেয়ের এই সাফল্যে খুশি বাবা-মা, আত্মীয় স্বজন সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। মধুরিমা দে জানায়, বাড়িতে দৈনিক প্রায় ৮ ঘন্টা পড়াশুনা করতাম। দুটি টিউশন ছাড়া তাঁর বাবার কাছেই বাকী সাবজেক্টগুলো পড়তাম। পাশাপাশি আমি বাড়িতে অনলাইনে পড়াশুনা করতাম। তাছাড়াও মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় ৬৮২ নম্বর পেয়েছিলাম। রাজ্যের অষ্টম স্থান অধিকার পাওয়ায় আমি ভীষণ খুশী। অন্যদিকে তাঁর বাবা সঞ্জয় কুমার দে জানান, মেয়ের সাফল্যে খুশি। আমি যখন প্রধান শিক্ষক পদে নাকড়াকোন্দা স্কুলে যোগদান করি তখনই ভাবতাম এই স্কুলের ছাত্রছাত্রীরা রাজ্যে যেনো কোনো স্থান অধিকার করে। আজ সেই স্বপ্ন পূরণ হল। এর সাফল্যের পেছনে তাঁর স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ তাঁর মায়ের বড় অবদান আছে। তাঁর মা পূর্ণিমা দে ও মেয়ের সাফল্যে খুবই খুশি।খয়রাসোল ব্লক এলাকার স্কুল থেকে মাধ্যমিকে রাজ্যে অষ্টম স্থান পাওয়ায় ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন অধিকারী, সম্পাদক মৃনাল কান্তি ঘোষ, ব্লক নেতৃত্ব কাঞ্চন দে, সেখ জয়নাল, শিক্ষক প্রদীপ মন্ডল সহ একঝাঁক নেতৃত্ব নাকড়াকোন্দা হাই স্কুলে গিয়ে ছাত্রী মধুরিমা দে র হাতে পুষ্পস্তবক ও মিষ্টির প্যাকেট দিয়ে শুভেচ্ছা জানান। অন্যদিকে স্থানীয় লোকপুর থানার ওসি সন্তোষ ভকত ও কৃতি ছাত্রীকে শুভেচ্ছা জানাতে পুষ্পস্তবক, মিষ্টির প্যাকেট সহ উপহার সামগ্রী নিয়ে গিয়ে প্রদান করেন লোকপুর থানার এ এস আই রামপ্রসাদ মন্ডল।তৃনমূল কংগ্রেসের শিক্ষা সেলের পক্ষ থেকে ও কৃতি ছাত্রীকে শুভেচ্ছা জানান।