|
---|
মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বাঁকুড়ায়
আব্দুল হাই, বাঁকুড়াঃ – বাংলায় বিজেপি ক্ষমতায় এলেই লাগু হবে “লাভ জিহাদ আইন”। অর্থাৎ পশ্চিমবঙ্গেও উত্তরপ্রদেশ, মধ্যঅরদেশের পথেই হাটবে বিজেপি। আজ বেলিয়াতোড়ে দলীয় কর্মসুচীতে যোগদিতে এসে এমনটাই ইঙ্গিত দিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তিনি সাংবাদিক বৈঠকে জানান, বিজেপি বাংলায় সরকার গঠন করলে এই রাজ্যেও লাভ জিহাদ বিরোধী আইন লাগু হবে। আর এর জন্য তিনি নিজে মুখ্যমন্ত্রীকে সুপারিশ করবেন। তিনি বলেন আগেও তিনি এই দাবী তুলেছিলেন। আজও সেই দাবীতে অনড় আছেন। অর্থাৎ সারা দেশের বিজেপি শাসিত রাজ্যে একে,একে লাভ জিহাদ আইন লাগু করার এজেন্ডাকেই প্রাধান্য দিচ্ছে বিজেপি তা কার্যত স্পষ্ট হচ্ছে। এদিকে,এই লাভ জেহাদ আইন নিয়ে ইতিমধ্যেই দেশ জুড়ে বিতর্কের ঝড় উঠেছে। এই বিতর্কের মাঝে সম্প্রতি এলাহাবাদ হাইকোর্ট রায় দেয় যে শুধু বিয়ের কারণে ধর্মান্তরকরণ কখনও গ্রহণযোগ্য নয়। তবে এই আইনে গ্রেপ্তার ও মামলা দায়েরেরও খবর মিলছে।এই অবস্থায় বিধানসভা ভোটের আগে বিজেপি নেতার বাংলায় লাভ জেহাদ আইন লাগুর নিদান আম বাঙ্গালী কিভাবে নেবেন তার ওপরই নির্ভর করছে বিজেপির ভোটের ফলাফল এমনটাই উপলব্ধি বাংলার রাজনৈতিক যোদ্ধাদের। এখন দেখার এই লাভ জিহাদের আইন চালুর পক্ষে সওয়ালকে বাংলার মানুষ সমর্থন করেন কিনা? তার ওপরই নির্ভর করছে বিজেপির নির্বাচনী লাভ -লোকসান, তা বলাই বাহুল্য।