|
---|
মহঃ সফিউল আলম, রাজনগর, বীরভূম: অন্যান্য এলাকার পাশাপাশি বীরভূম জেলার রাজনগরেও এবারের মাধ্যমিক পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির সৃষ্টি করলেন তাঁরা৷ তাঁদের এই শুভ উদ্যোগের প্রশংসা করেন অভিভাবক থেকে শিক্ষা প্রেমী সকলে৷ জেলার প্রান্তিক অঞ্চল রাজনগরে আজ মঙ্গলবার মাধ্যমিক প্রথম ভাষার পরীক্ষার দিন রাজনগর থানা, স্থানীয় সমাজসেবী কয়েকজন তরুণ যুবা ও তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটি বিশেষ ধরণের পরিষেবা প্রদান করেন৷ খুশি পরীক্ষার্থী থেকে অভিভাবক অভিভাবিকা সকলে৷ উদ্যোক্তা ও আয়োজকদের ধন্যবাদ জানান তাঁরা৷
পরীক্ষা দিতে আসা ছাত্র ছাত্রী এবং অভিভাবকদের পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা করার লক্ষ্যে বিশেষ তৎপর দেখা যায় তাঁদের৷ রাজনগর থানা ও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র অস্থায়ী রুপে গড়ে তোলা হয় পরীক্ষা কেন্দ্রের সন্নিকটে রাজবাটীতে৷ পরিশ্রুত পানীয় জলের সুব্যবস্থা ছিল৷
পরীক্ষার্থী ও অভিভাবকদের বসার জন্য চেয়ারও ছিল সেখানে৷ বিশেষভাবে তৎপর দেখা যায় রাজনগর থানার অফিসার এম ডি উমর ফারুক, এস আই হাসিব হাসান, এ এস আই দীপঙ্কর দাস, সুশীল কিস্কু সহ অন্যান্যদের৷ শুধু তাই নয় , এদিন থানার তরফে পানীয় জলের বোতল , চকোলেট এবং তাজুশ শারিয়া কমিটির পক্ষ থেকে কলম পরীক্ষার্থীদের হাতে প্রবেশ পথে তুলে দেওয়া হয়৷
শিক্ষকদের হাতেও কলম ফাইল তুলে দেন তাঁরা৷ এমন সুন্দর মানসিকতার জন্য ও শুভ উদ্যোগের জন্য তাঁদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এলাকাবাসী৷