|
---|
নিজস্ব সংবাদদাতা :আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা, এদিন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে শিলিগুড়ি লাগোয়া রাজগঞ্জ ব্লকের সংলগ্ন এলাকায় মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে হাতির হানায় মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। অর্জুন কুমার দাস বাইকে করে বাবার সাথে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিল, তার সিট পড়েছিল বেলাকোপা স্কুলে। জঙ্গল লাগোয়া রাস্তায় হঠাৎ জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে আসে। অর্জুনের বাবা বাইক থেকে নেমে পালিয়ে যায়। কিন্তু অর্জুন পালাতে যাবার সময়,হাতি তাকে চাপা দিয়ে চলে যায়। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে,এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শিলিগুড়ি পুরো নিগমের মেয়র গৌতম দেব ওই মাধ্যমিক ছাত্রের বাড়িতে দেখা করতে যান। সেখানে তাদের পরিবারের সদস্যদের তিনি সমবেদনা জানান।