রঘুনাথগঞ্জে এসআইওর পরিচালনায় অনুষ্ঠিত হলো মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি শিবির

আসিফ রনি, নতুন গতি, মুর্শিদাবাদ: জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। পরীক্ষার ভয় ভীতি দূর এবং পরীক্ষার সুন্দর রূপ রেখা তুলে ধরতে এসআইও রঘুনাথগঞ্জ ব্লকের পরিচালনায় অনুষ্ঠিত হল মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি শিবির।

     

    সোমবার গিরিয়া হাইস্কুলে আয়োজিত এই পরীক্ষা প্রস্তুতি শিবিরে প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিল। এই শিবিরে শিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন মাসুদ সেখ (জঙ্গিপুর মুনিরিয়া হাইমাদ্রাসা), জাহির আব্বাস (সেকেন্দ্রা হাইস্কুল), আবু তালেব (তেঘড়ি খামড়া ভাবকি হাইস্কুল), হাসিবুল সেখ (গিরিয়া হাইস্কুল), মেহবুব সেখ (জঙ্গিপুর মুনিরিয়া হাইমাদ্রাসা) প্রমুখ।

     

    এসআইও’র পক্ষ থেকে উক্ত প্রস্তুতি শিবিরে উপস্থিত ছিলেন জসিম সেখ (সাংগঠনিক সম্পাদক, উত্তর মুর্শিদাবাদ), ওবাইদুর রহমান (ক্যাম্পাস সেক্রেটারি, উত্তর মুর্শিদাবাদ), খাইরুল সেখ (ব্লক সম্পাদক), উমর ফারুক( ব্লক ক্যাম্পাস সেক্রেটারি) সব অন্যান্য নেতৃত্ববৃন্দ।

    শিবিরের শেষে উপস্থিত সকল ছাত্রছাত্রী কে ‘পরীক্ষা প্রস্তুতি টিপস’ নামক গাইড বুক প্রদান করা হয়।