এবিটিএ-এর উদ্যোগে মাধ্যমিক মক টেস্ট

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর: ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতিতে সাহায্য করতে এগিয়ে এলো শতাব্দী প্রাচীন বামপন্থী শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি অর্থাৎ এবিটিএ। সংগঠনের উদ্যোগে দুটি প্রশ্নপত্রের সেটে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ১৪০ টির বেশী পেশী কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে মক টেস্ট। মঙ্গলবার দ্বিতীয়। সেটের প্রথম দিনে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষা পর পর চলবে।অপর সেটের পরীক্ষা শুরু হয়েছে গত শনিবার।সেই সেটে শনিবার-রবিবার ধরে পরীক্ষা হচ্ছে। সংগঠনের জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ জানান,কোভিড বিধি মেনে সর্বত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

    হরিশপুর দেশপ্রাণ হাইস্কুল

    উল্লেখ্য এবারে করোনার কারনে সেভাবে ক্লাস করার এবং টেস্ট পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে এবারের মাধ্যমিক পরীক্ষার্থীরা। এবিটিএ এই উদ্যোগ তাদের পরীক্ষা প্রস্তুতিতে অনেকাংশে সাহায্য করবে বলে মনে করছে অভিজ্ঞমহল। এদিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জন্য পরীক্ষা পরিচালকদের পক্ষে আহ্বায়ক জগন্নাথ খান ও পরীক্ষা নিয়ামক সুরেশ পড়িয়া পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।