|
---|
সেখ মহম্মদ ইমরান, নতুন গতি,কেশপুর:- আজ রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ শিবির বিভিন্ন জায়গায় খোলা হয়েছে। প্রশাসনও যানবাহন যানজট না হয় ও পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে যাতে অসুবিধা না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রেখেছে। এদিন মুগবসান মুক্তমঞ্চের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্প ও জলছত্রের ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন মুক্তমঞ্চের সম্পাদক চৌধুরী আবুল কালাম আজাদ, মুগবসান অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি হাসানুর জানান, গ্রাম পঞ্চায়েত প্রধান সেখ সাজেন আলী সহ বিশিষ্টরা। এই মেডিকেল ক্যাম্প ও জলসত্রের ব্যবস্থা পরীক্ষার শেষ দিন পর্যন্ত থাকবে বলে জানিয়েছেন মুক্তমঞ্চের সম্পাদক চৌধুরী আবুল কালাম আজাদ।
এছাড়াও অভিভাবকদের বসার জন্য বিশেষ টেন্টের ব্যাবস্থা করে। অন্যদিকে কেশপুর ১০ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেশপুর গার্লস স্কুলে আগত মাধ্যমিক পরিক্ষার্থীদের পেন, জলের বোতল উপহার দেয়। এছাড়াও অভিভাবকদের জন্য বিশেষ টিফিনের ব্যবস্থা ছিল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানা যায় ,পরিক্ষার্থীদেরকে প্রতিদিন জলের বোতল দেওয়া হবে।
উপস্থিত ছিলেন কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠি, কেশপুর ব্লক যুব সভাপতি সেখ সফিকুল , ১০ নং অঞ্চল সভাপতি সেখ ইজাহার, অঞ্চল কমিটির সদস্য সহ সেখ হাইসেন, সেখ মইনুল ইসলাম, সাকলাইন মুস্তাক , সেখ জাফিরুদ্দিন সহ অন্যান্যরা। সমাজসেবী সংগঠন ও রাজনৈতিক দলের এরকম উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে ।