|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের করুইগ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত মেঝিয়ারী চঞ্চলা বালিকা বিদ্যালয়ে মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পেয়েছে অনিন্দিতা সেন। তার প্রাপ্ত নম্বর হলো ৬৩৯। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনুসূয়া ঘোষ জানালেন, এবারে মোট ১০৬ জন ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে ৮৬ জন ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় পাশ করছে। ৮৬ জন ছাত্রীর মধ্যে, তারমধ্যে অনিন্দিতা সেন সর্বোচ্চ নম্বর পেয়েছে। অনিন্দিতা সেনের বাড়ি পলসোনা গ্রামে। সে সারাদিন ১০-১২ঘন্টা পড়াশোনা করতো এবং পড়া ছাড়াও গান ভালোবাসে। অনিন্দিতা সেনের বাবা দেবীপ্রসাদ সেন জানান, আমার মেয়ে ভবিষ্যতে ইংলিশে উচ্চ শিক্ষা নিয়ে পড়ার ইচ্ছা আছে। অনিন্দিতার ভালো ফলে স্বাভাবিকভাবে খুশি বিদ্যালয় কর্তৃপক্ষ।