|
---|
মালদা: বাইকের ধাক্কায় আহত এক মাধ্যমিক ছাত্রী। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানা লক্ষ্মীপুর এলাকায়। এই ঘটনার পর আহত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জানা গেছে আহত ওই মাধ্যমিক ছাত্রীর নাম তামান্না খাতুন। এবছর তার মাধ্যমিকের সিট পড়েছে মালদা শহরের কন্যা শিক্ষালয় হাই স্কুলে।
এদিন সকালে মাধ্যমিক পরীক্ষা দিতে আসার সময় লক্ষ্মীপুর এলাকায় একটি বাইক তাকে ধাক্কা মারে। এর পরই তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এদিকে জানা যায় ওই মহিলা মাধ্যমিক পরীক্ষার্থীর ডান হাতে গুরুতর চোট পাওয়ায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয়। ওই মহিলা পরীক্ষার্থী ছাত্রী নিজে লিখতে না পারায় রাইটার এর ব্যবস্থা করা হয়।