|
---|
রফিকউদ্দিন মন্ডল : মাধ্যমিকের ফল প্রকাশিত হল অবশেষে। ৭৯ দিনের মাথায় এবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এবারও জেলার জয়জয়কার। যুগ্মভাবে প্রথম স্থান দখল করে নিয়েছে জেলার ছেলেরাই।
এবারের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত ভি.এম ইনসটিউট, ইউনিট-১-এর ছাত্র সেখ রাজিবুর রহমান ৬৮৩ নাম্বার পেয়ে রাজ্যের মধ্যে ১১তম স্থান দখল করেছে। তার বাড়ি মেমারির কদমপুকুরের অন্তর্গত আজাদনগরে। তার পিতা সেখ আসিফুর রহমান রাজ্যের বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান মামূন ন্যাশনাল স্কুলের গণিতের শিক্ষক। অন্যদিকে মামূন ন্যাশনাল স্কুলের মাধ্যামিকের ছাত্র সেখ শহিদুল ইসলাম ৬৭১ নাম্বার পেয়ে ভালো স্থান দখল করেছে। মামূন ন্যাশনাল স্কুলের সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাব্রতী আলহাজ কাজী মহ. ইয়াসীন সাহেব রাজিবুর ও সইদুল উভয়কেই এই ফলাফলের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।