|
---|
নিজস্ব সংবাদদাতা : উত্তরবঙ্গের অত্যন্ত সুপরিচিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান বেস আন নূর মডেল স্কুলের ছাত্রছাত্রীরা নজরকাড়া সাফল্য পেল মাধ্যমিক পরীক্ষায়।
এবছর এই প্রতিষ্ঠান থেকে মোট ১৪৪ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। এই ১৪৪ জনের মধ্যে ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়েছে একজন। ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৬ জন। ৮৫ শতাংশের বেশি নম্বর পেয়েছে ১৯ জন। ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৪০ জন। ৭০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৮৭ জন।
মিশনের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে জেসমিন সরকার। তার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলা মিন্নাত ফাতেমা ৯৩.৫৭ শতাংশ,তপন থানার রামনগর গ্রামে। ৯৫.২৯ শতাংশ নম্বর পেয়েছে সে। ৯৩.৫৭ শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে আছে মালদা জেলার হরিশচন্দ্রপুর থানার রামশিমুল গ্রামের মেয়ে মিন্নাত ফাতেমা। যুগ্মভাবে তৃতীয় স্থানে আছে একজন ছাত্র ও একজন ছাত্রী, সুনয়না ইসলাম ও প্রলয় সরকার। দুজনেই ৯২.৪৩ শতাংশ নম্বর পেয়েছে।
ছাত্রছাত্রীদের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন বেস আন-নূর মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম। তিনি প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে সমস্ত ধর্ম-বর্ণের ছেলেমেয়েরা পড়াশোনা ক’রে। আমাদের সমাজের ছেলেমেয়েরা
সুনয়না ইসলাম ৯২.৪৩ প্রলয় সরকার ৯২.৪৩ যেমন ভালো ফল করছে এখানে পড়াশোনা করে, তেমনি প্রতিবেশি সমাজের পড়ুয়ারাও ভালো ফল করেছে, এটা আমাদের জন্য খুবই খুশির বিষয়। আমাদের প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যে ভালো ফল করছে তার অন্যতম কারণ হল উপযুক্ত পরিকাঠামো ও নানা সুযোগ-সুবিধার ব্যবস্থা এখানে আছে। এটা আমরা করতে পেরেছি আমাদের প্রধান-পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের শিল্পপতি-সমাজসেবী মোস্তাক হোসেনের সার্বিক সহযোগিতার কারণে। আমরা মোস্তাক হোসেন ও তাঁর নির্দেশেনায় গড়ে ওঠা জিডি সার্কলের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি শিক্ষা বিকাশের কাজে সসর্বোতভাবে আমাদের পাশে থাকার জন্য।’