মাধ্যমিকে জি. ডি. স্টাডি সার্কেলের সাফল্য।

নিজস্ব সংবাদদাতা : আজ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। নজর কারলো জি. ডি. স্টাডি সার্কেল পরিচালিত মিশনগুলি এবছর মাধ্যমিকে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে চমকপ্রদ ফল করেছে। জি. ডি. স্টাডি সার্কেল পরিচালিত মিশনগুলির মধ্যে রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে কালিয়াচক আবাসিক মিশনের ছাত্র আসিফ মেহেবুব। তার প্রাপ্ত নম্বর ৬৮৮। জি. ডি. স্টাডি সার্কেল পরিচালিত মিশনগুলির মধ্যে কালিয়াচক আবাসিক মিশন প্রথম স্থান অধিকার করেছে। আসিফ মেহেবুব জি. ডি. মেরিট স্কলারশিপের সহায়তায় পড়াশুনো করছে। তার এই সাফল্যের জন্য মিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করে। আসিফ ভবিষ্যতে একজন সুচিকিৎসক হতে চায়। রাজ্যে ১২তম স্থান অধিকার করেছে মামুন ন্যাশনাল স্কুলের সাইফুল্লা আলি। তার প্রাপ্ত নম্বর ৬৮৪। মামুন ন্যাশনাল স্কুলের আরও এক কৃতী ছাত্রী মরিয়ম বেগম নজরকাড়া ফল করেছে। তার প্রাপ্ত নম্বর ৬৭৪। এ বছর জি.ডি . স্টাডি সার্কেল পরিচালিত মিশনগুলির মধ্যে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে মামুন ন্যাশনাল স্কুল। মামুন ন্যাশনাল স্কুল অতীতের ধারাবাহিক সাফল্য বজায় রাখলো। মিশনগুলির মধ্যে ৬৭৩ নম্বর পেয়ে রহমত-এ-আলম মিশনের রিয়াজ মণ্ডল চতুর্থ স্থান অধিকার করেছে। পঞ্চম স্থান অধিকার করেছে বেস আন নূর মডেল স্কুলের জেসমিন সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৬৭। যুগ্মভাবে ষষ্ঠ স্থান অধিকার করেছে আল মোস্তফা গার্লস মিশনের তামান্না পারভিন ও নবাবিয়া মিশনের মহম্মদ তালিব সেখ। তাদের প্রাপ্ত নম্বর

    কৃতী ছাত্র-ছাত্রীদের এই সাফল্যে জি. ডি. স্টাডি সার্কেল-এর প্রতিষ্ঠাতা এবং পতাকা শিল্প গোষ্ঠীর কর্ণধার আলহাজ্ব মোস্তাক হোসেন সাহেব এবং জি. ডি. মনিটরিং কমিটির চেয়ারম্যান সেখ নুরুল হক সাহেব শুভেচ্ছা জানিয়ে তাদের আগামী জীবনের সাফল্য কামনা করেন।