|
---|
নিজস্ব সংবাদদাতা : আজ মরহুম গোলাম আহমাদ মোর্তজা (রহ.) সাহেবের প্রতিষ্ঠিত মামূন ন্যাশনাল স্কুল, পানাগড়, গার্লস শাখায় কবি দিবস পালিত হল। এই অনুষ্ঠানে মাধ্যমিকের কৃতি ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। এই কৃতি ছাত্রীদের বই, কলম, ফুল ইত্যাদি নানা সামগ্রী বিদ্যালয়ের পক্ষ থেকে প্রদান করা হয়। পবিত্র কোরআন শরীফের অংশবিশেষ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কেরাত পাঠ করে নবম শ্রেণির ছাত্রী আফরা আঞ্জুম এবং তা বাংলা ও ইংরেজিতে যথাক্রমে অনুবাদ করে অসীমা ফাইরুজ (ষষ্ঠ শ্রেণি)ও নাজিয়া সুলতানা(ষষ্ঠ শ্রেণি) l এই অনুষ্ঠানে সভাপতির পদ অলংকৃত করেন বিদ্যালয়ের রসায়নের প্রবীণ শিক্ষক মুনসুর আলী । এই অনুষ্ঠানে অসংখ্য ছাত্রী কবিতা আবৃত্তি,নজরুল ও রবীন্দ্র সংগীত পাঠ ,ক্যুইজ, তাৎক্ষণিক বক্তৃতা, নাটক, বিতর্ক সভা, বসে আঁকো প্রতিযোগিতা ইত্যাদি নানা ইভেন্টে অংশগ্রহণ করে। নবম শ্রেণির ছাত্রী মিম্মা খাতুন ও অষ্টম শ্রেণির ছাত্রী আফসানা জামান অনুষ্ঠানের সঞ্চালিকার দায়িত্বে ছিল।
সমগ্র অনুষ্ঠানটি তারা ইংরেজিতে পরিচালনা করে।
বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রশিদ, মুনসুর আলী, কামরুন্নেসা মিদ্দা প্রমূখ শিক্ষক-শিক্ষিকাগণ কবি রবীন্দ্র ও নজরুল জীবনের নানা দিক, জীবনাদর্শ, বর্তমান জনজীবনে তাঁদের প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয় তাঁদের বক্তৃতায় তুলে ধরেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সুপার রাজিয়া রহমান, আব্দুল লতিফ, আব্দুর রশিদ ও অন্যান্য শিক্ষক -শিক্ষিকা মন্ডলী এবং এলাকার বিশিষ্টজনেরা। অনুষ্ঠান শুরু হয় সকাল দশটায় এবং চলে সারাদিন ব্যাপী। কবি সুকুমার রায় এর নাটক ‘ঝালাপালা’ বিদ্যালয়ের ছাত্রীরা মঞ্চস্থ করে। এই নাটকের পরিচালনার মূল দায়িত্বে ছিলেন সুপার রাজিয়া রহমান।নাটক, কবিতা আবৃতি,গান, ক্যুইজ ইত্যাদি উপস্থিত সকলকে বিমুগ্ধ করে। পবিত্র কোরান শরীফের কেরাত পাঠ এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা আর বসে আঁকা প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এই রকম একটা মনোজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সকলেই উচ্ছ্বসিত ও আনন্দ প্রকাশ করেন।