মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা

সেখ সামসুদ্দিন, ২৫ জুনঃ মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ১ বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা। এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান তথা মেমারি বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, পূর্ব বর্ধমান সদর সহকারী প্রশাসক (মধ্যশিক্ষা) অরুণ কুমার মন্ডল মেমারি চক্রের অবর পরিদর্শক ভজন কুমার ঘোষ, প্রাক্তন শিক্ষক অরিন্দম কোনার, মহঃ আলী মল্লিক, দেবিদাস সাঁই, সেবক মহান্তি, নান্টু মন্ডল, বাসুদেব ঘোষ সহ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি আশীষ ঘোষ দস্তিদার, প্রধান শিক্ষক তথা অনুষ্ঠান সভাপতি কেশব কুমার ঘোষাল সহ বিদ্যালয়ের শিক্ষকশিক্ষিকা, অশিক্ষা কর্মী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। এদিন উচ্চমাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ স্থান অর্জনকারী আফরিন মন্ডল সহ টপ দশ জনকে এবং মাধ্যমিকের সেরা তালিকার দশ জনকে সম্বর্ধিত করা হয়।